মহাপরিচালক ডাক অধিদপ্তর নিজস্ব একটি বীমা স্কীম পরিচালনা করে থাকে। যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ ডাক জীবন বীমা ( PLI )। বীমা ব্যবসায়ের সার্বিক বিষয়াদি, ঋণ চূড়ান্ত করনের ক্ষেত্রে যেমন বীমা সমর্পণ, বীমা চূড়ান্ত পরিশোধ, মৃতবীমা দাবী প্রভৃতি কার্য সম্পাদনের ক্ষেত্রে বিধি মোতাবেক অডিট কার্য সম্পাদনপূর্বক পরিশোধ করা হয়। সে সকল বিষয় তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার জন্য ডাক অধিদপ্তরের ০৪ (চার) টি আঞ্চলিক ডাক জীবন বীমা ( RMPLI ) অফিসের সাথে সমবর্তী হিসাব নিরীক্ষা শাখা খোলা হয়েছে। যা সিএপিএলআই ( Conccurrent Audit Postal Life Insurance ) নামে অভিহিত। বর্ণিত CAPLI অফিসের Pre Audit and Post Audit মহাপরিচালক ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর হতে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। PLI শাখা অফিসের প্রধান থাকেন একজন অডিট এন্ড একাউন্টস অফিসার। সেক্ষেত্রে রাজশাহী অঞ্চলের সকল Pre Audit and Post Audit কার্যক্রম PLI রাজশাহী অফিস কর্তৃক সম্পাদন করা হয়ে থাকে।