Brief Introduction

ডাক, টেলিযোগাযোগ,বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর শুরুতে ছিল ডেপুটি কন্ট্রোলার, ডাক ও টেলিগ্রাফস্ (ডিসিপিটি)। পরবর্তীতে ১৬-১০-১৯৭৪ খ্রিঃ তারিখে একটি সরকারি আদেশ বলে ডিসিপিটি কার্যালয়ের নাম পরিবর্তন করে মহা হিসাবরক্ষক, ডাক, তার ও দূরালাপনী অডিট (এজিপিটিএন্ডটি) নামকরণ করা হয়। পরবর্তীতে ২৫-০৩-১৯৮৫ খ্রিঃ তারিখে মহা হিসাবরক্ষক, ডাক, তার ও দূরালাপনী অডিট বিলুপ্ত হয়ে (১) পরিচালক (নিরীক্ষা) ডাক, তার ও দূরালাপনী, (২) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ডাক) এবং (৩) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (টিএন্ডটি) এই তিনটি অফিস সৃষ্টি হয়। পরবর্তীতে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ২৯-০৯-১৯৯৫ খ্রিঃ তারিখের এক আদেশ বলে এ কার্যালয়ের নামকরণ করা হয় মহাপরিচালক, ডাক, তার ও দূরালাপনী অডিট অধিদপ্তর এবং ২৪-০৪-২০১৪ খ্রিঃ তারিখে এ কার্যালয়ের নামকরণ করা হয় ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এব্ং  প্রযুক্তি  নিরীক্ষা অধিদপ্তর।

 

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) তাঁর উপর অর্পিত দায়িত্ব ৩১/১২/২০১৯খ্রিঃ পর্যন্ত ১০ (দশ)টি নিরীক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করে থাকতো। অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-০৭.০০.০০০০.০৮২.১৫.০০২.১৯-৪৭৬  তারিখ: ১৮/১১ /২০১৯ খ্রিঃ এর মাধ্যমে অডিট অধিদপ্তরসমূহকে পুর্ণর্বিন্যাস করে ২টি অডিট অধিদপ্তরের নাম অপরিবর্তিত রেখে ০৮টি অধিদপ্তরের নাম পরিবর্তন ও ০৭টি নতুন অডিট অধিদপ্তর সৃষ্টিসহ মোট ১৭টি অডিট অধিদপ্তরের কার্যক্রম ০১/০১/২০২০খ্রিঃ তারিখ হতে শুরু করা হয়। উক্ত ১৭টি অডিট অধিদপ্তরের মধ্যে পূর্বের ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিরীক্ষা অধিদপ্তর  নাম পরিরবর্তন করে বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর  এবং তার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ০৭ জানুয়ারি, ২০২১ তারিখে ১৭ টি অডিট অধিদপ্তরকে আবার নতুনভাবে বিন্যস্ত করত: অধিদপ্তরের নাম ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি (PTST) অডিট অধিদপ্তর  করা হয়েছে।

Or use your account on Unify

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Or register your new account on Unify

Error message here!

Error message here!

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Error message here!

Back to log-in

Close