Enhancing accountability and transparency for utilization of public resources that promotes value and benefit to citizen
Providing independent assurance to citizens, parliament and other stakeholders on optimum management of public resources for ensuring good governance and improving public service delivery through quality audit
ডাক, টেলিযোগাযোগ,বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর শুরুতে ছিল ডেপুটি কন্ট্রোলার, ডাক ও টেলিগ্রাফস্ (ডিসিপিটি)। পরবর্তীতে ১৬-১০-১৯৭৪ খ্রিঃ তারিখে একটি সরকারি আদেশ বলে ডিসিপিটি কার্যালয়ের নাম পরিবর্তন করে মহা হিসাবরক্ষক, ডাক, তার ও দূরালাপনী অডিট (এজিপিটিএন্ডটি) নামকরণ করা হয়। পরবর্তীতে ২৫-০৩-১৯৮৫ খ্রিঃ তারিখে মহা হিসাবরক্ষক, ডাক, তার ও দূরালাপনী অডিট বিলুপ্ত হয়ে (১) পরিচালক (নিরীক্ষা) ডাক, তার ও দূরালাপনী, (২) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ডাক) এবং (৩) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (টিএন্ডটি) এই তিনটি অফিস সৃষ্টি হয়। পরবর্তীতে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ২৯-০৯-১৯৯৫ খ্রিঃ তারিখের এক আদেশ বলে এ কার্যালয়ের নামকরণ করা হয় মহাপরিচালক, ডাক, তার ও দূরালাপনী অডিট অধিদপ্তর এবং ২৪-০৪-২০১৪ খ্রিঃ তারিখে এ কার্যালয়ের নামকরণ করা হয় ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিরীক্ষা অধিদপ্তর।